আমাদের ভিশন
১। সাসটেইনেবল ডেভলপমেন্ট এর আওতায় দেশের অবকাঠামো নির্মাণে মানসম্মত গ্রানাইট পাথর নির্মাণ সামগ্রী সরবরাহ করা।
২। সকল আর্থসামাজিক উন্নয়নে স্বাস্থ্যসম্মত এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অবকাঠামো বজায় রাখা ও সরবরাহ করা ।
৩। দেশীয় প্রাকৃতিক সম্পদের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা।
৪। পরিবেশ সংরক্ষণে অবদান রাখা।
আমাদের মিশন
১। ভূ-র্গভস্থ খনি হতে প্রাকৃতকি গ্রানাইট শিলার আহরণ ও উৎপাদন ত্বরান্বিত করা।
২। দেশের সকল প্রান্তে গ্রানাইট শিলার সরবরাহ নেটওর্য়াক বৃদ্ধি এবং অবকাঠামো নির্মাণ কার্যক্রমে অংশগ্রহণ করা।
৩। নির্মাণ সামগ্রীর সম্পুরক বস্তু হিসেবে গ্রানাইট শিলার অনুসন্ধান, নিষ্কাশন, উন্নয়ন এবং গ্রানাইট শিলার সম্পদের ব্যবহার বৃদ্ধি করা।
৪। নির্মাণ সামগ্রী হিসেবে গ্রানাইট শিলার সম্পদের অনুসন্ধান, নিষ্কাশন, উন্নয়ন।